‘এই সময়ে পরিবার’ , একটি সামাজিক উন্নয়নমূলক স্বচ্ছাসেবী সংস্থা, যার প্রধান উদ্দেশ্য হল, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পশে দাঁড়ানো। শিক্ষা, কর্মসংস্থান ও চিকিৎসা পরিষেবা প্রদানের মাধ্যমে এই বঞ্চিত, অবহেলিত মানুষদের সুস্থ, স্বনির্ভর , সুষ্ঠ মানসিক গঠন সম্পন্ন জীবনবোধে উত্তীণ করা।
১লা বৈশাখ ১৪১৫ (১৫ই এপ্রিল, ২০০৮) ‘এই সময়ে পরিবার’ – এর যাত্ৰা শুরু। সমাজের প্রতি প্রতিজ্ঞতাবদ্ধ, সমমনস্ক, কিছু মানুষের সামাজিক দায়বদ্ধতা ফলশ্রুতি ‘এই সময়ে পরিবার’ – এর জম্ম। আমাদের সংস্থার লক্ষ্য, অবহেলিত, প্রান্তিক অধিবাসীদের শিক্ষা, স্বাস্থ পরিষেবা প্রদান; তাদের সামাজিক ন্যায় সম্পর্কে অবহিত করা এবং স্বনির্ভরতা ও সামাজিক দিশা -প্রদান করা ।
‘এই সময়ে পরিবার’ তার শুরুর দিন থেকে, স্বনির্ভরতা ও সামাজিক ক্ষমতায়নের লক্ষে অবহেলিত, সুবিধাবঞ্চিত দেশবাসীর জীবনের মানোন্নয়নের পথে কাজ করে চলেছে। তাই আমাদের সামাজিক পরিষেবা, শিক্ষা স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিচ্ছন্নতা ও উন্নত জীবনযাত্রা কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
সর্বশেষ সংবাদ
উপকারী সংযোগ
ঠিকানা
বি.সি.সেন রোড , শক্তিপুর,
পো.অ. – আগরপাড়া, থানা – খড়দহ
কোল- ৭০০১০৯, উ. ২৪ পরগণা, প.বঙ্গ.
৯৮৩০৫৩৬৯৮৭ / ৯৮৭৪২০৬৮০১ / ৯০৫১৩১৬৭৩৩
paribar.2008@gmail.com
© 2019 Ei Samaye Paribar | All Rights Reserved.