আমাদের বিষয়ে

‘এই সময়ে পরিবার’ , একটি সামাজিক উন্নয়নমূলক স্বচ্ছাসেবী সংস্থা, যার প্রধান উদ্দেশ্য হল, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পশে দাঁড়ানো। শিক্ষা, কর্মসংস্থান ও চিকিৎসা পরিষেবা প্রদানের মাধ্যমে এই বঞ্চিত, অবহেলিত মানুষদের সুস্থ, স্বনির্ভর , সুষ্ঠ মানসিক গঠন সম্পন্ন জীবনবোধে উত্তীণ করা।

১লা বৈশাখ ১৪১৫ (১৫ই এপ্রিল, ২০০৮) ‘এই সময়ে পরিবার’ – এর যাত্ৰা শুরু। সমাজের প্রতি প্রতিজ্ঞতাবদ্ধ, সমমনস্ক, কিছু মানুষের সামাজিক দায়বদ্ধতা ফলশ্রুতি ‘এই সময়ে পরিবার’ – এর জম্ম। আমাদের সংস্থার লক্ষ্য, অবহেলিত, প্রান্তিক অধিবাসীদের শিক্ষা, স্বাস্থ পরিষেবা প্রদান; তাদের সামাজিক ন্যায় সম্পর্কে অবহিত করা এবং স্বনির্ভরতা ও সামাজিক দিশা -প্রদান করা ।

১লা বৈশাখ ১৪১৫ (১৫ই এপ্রিল, ২০০৮) ‘এই সময়ে পরিবার’ – এর যাত্ৰা শুরু। সমাজের প্রতি প্রতিজ্ঞতাবদ্ধ, সমমনস্ক, কিছু মানুষের সামাজিক দায়বদ্ধতা ফলশ্রুতি ‘এই সময়ে পরিবার’ – এর জম্ম। আমাদের সংস্থার লক্ষ্য, অবহেলিত, প্রান্তিক অধিবাসীদের শিক্ষা, স্বাস্থ পরিষেবা প্রদান; তাদের সামাজিক ন্যায় সম্পর্কে অবহিত করা এবং স্বনির্ভরতা ও সামাজিক দিশা -প্রদান করা ।

স্বেচ্ছাদানে স্বেচ্ছাসেবা – স্বেচ্ছাদানে স্বেচ্ছাসেবা

সালের ( ১৪১৫ বঙ্গাব্দ ) পয়লা বৈশাখ তারিখে আগরপাড়া ও সোদপুর অঞ্চলের কয়েকজন সম্মনস্ক ব্যাক্তি স্থানীয় এক শুভাকাঙ্খী বাড়িতে সমবেত হয়ে সামাজিক দায়বদ্ধতা কে সামনে রেখে ‘এই সময় পরিবার’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি গড়ে তোলার পরিকল্পনা করেন । নিজেদের দৈনন্দিন কাজের পর অবসর সময়ে সমাজকল্যানের উদ্দেশেই এই সহৃদয় ব্যাক্তিবর্গ ঐক্যবদ্ধ হন । বর্তমানে এই সংস্থা কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পন করেছে ; গত ১২ বছরের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টায় কৃষ্ণনগরের বাদকুল্লা অঞ্চলে চাঁদড়া রায়পাড়া আদিবাসী গ্রামে আমাদের সংস্থা এই সময় পরিবার একাধিক সামাজিক উন্নয়নমূলক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে ।

আমাদের বিভিন্ন কর্মকান্ডের মধ্যে শিক্ষা-ক্ষেত্রে সাফল্য বিশেষ উল্লেখের দাবি রাখে , বর্তমানে এই গ্রামে 15-16 জন মাধ্যমিক ও 5 জন উচ্চ মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হয়েছে ; বাল্যবিবাহ ও মাদকাসক্তির হার যথেষ্ট হ্রাস পেয়েছে । শিক্ষা-স্বাস্থ্য পোশাক ইত্যাদি পরিষেবা প্রদানের পাশাপাশি গ্রামবাসীদের সামাজিক ও মানসিক গঠনে পরিবর্তন আনা ‘এই সময় পরিবারের ‘ প্রধান লক্ষ্য যা গত 10 বছরের অনেকাংশেই সম্ভব হয়েছে ।বাদকুল্লা ছাড়াও ‘এই সময় পরিবার’ পার্শবর্তী বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে থাকে এবং সংস্থার অফিসেও প্রতি রবিবার গড়ে কুড়ি-বাইশ জন রোগী ওষুধসহ দাতব্য চিকিৎসা পেয়ে থাকেন । আগামী দিনে আপনাদের সাহায্য সহায়তা ও সমর্থনে ভর করে এই সংস্থা আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবে ও ব্যাপক হরে কাজ করতে পারবে বলেই আমাদের বিশ্বাস ।

  • আমাদের সংস্থায় প্রথম থেকে যারা আমাদের সাথে আছেন , ছিলেন এবং বিভিন্ন ভাবে সাহায্য করেছেন তাদের সকলকে অভিনন্দন জানাই।
  • যে সকল সুধী নাগরিকবৃন্দ ও এম.আর. মহাশয়রা বিভিন্ন সময়ে ওষুধ , জামা কাপড় ও অর্থসাহায্য করেছেন , যে সমস্ত চিকিৎসকেরা সম্পূর্ণ বিনা পারিশ্রমিক দুঃস্থ ও আর্তনাদের চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন এবং যে সমস্ত শুভাকাংখীর অন্তরালে থেকে নিরবচ্ছিন্নভাবে সাহস , সমর্থন এবং প্রেরণা জুগিয়ে গেছেন তাদের কাছে ‘এই সময় পরিবার’ চির কৃতজ্ঞ ।

বিঃ দ্রঃ যে কোন ও সংস্থার স্বেচ্ছা দেন আমাদের কাছে একান্ত কাম্য ও গ্রহণযোগ্য । তাই আসুন আপনিও আপনার মূল্যবান যোগদানের মাধ্যমে আমাদের এই প্রচেষ্টা টিকে সফলতার পথে আরো একটু অগ্রসর করে দিন ।

– গোপাল কৃষ্ণ শীল
‘এই সময়ে পরিবার’

‘এই সময়ে পরিবার’ , বিশ্বাস করে, যে ধারাবাহিকভাবে প্রদান না করলে, পরিষেবা কখনই ফলপ্রুসু হয় না; আর তাই প্রথম দিন থেকেই, আমাদের সংস্থা, অবহেলিত, সুবিধাবঞ্চিত গ্রামবাসীদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনে লক্ষে কাজ করে চলেছে। আমাদের সংস্থার সদস্যরা, ১৫ বছরের একটি লক্ষমাত্রা নিয়েছেন, একটি প্রান্তিক, পিছিয়ে পড়া গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরণের। আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে, শিক্ষা ও চিকিৎসা পরিষেবা প্রদান এবং স্ব-নির্ভরতা ও কর্মসংস্থানের মাধ্যমে সামগ্রিক উন্নয়নে পথে অগ্রসর হওয়া।

‘এই সময়ে পরিবার’ , তার জন্মলগ্ন থেকে, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে তাদের অবদান রেখে চলেছে-

স্বাস্থ-পরিষেবা:

সংস্থার কার্যালয়ে, প্রতি রবিবার সন্ধ্যায়, অঞ্চলের দুঃস্থ নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সাধারণের জন্য নিখরচায় চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। প্রতি বছর, বার্ষিক চিকিৎসা শিবিরে, প্রান্তিক গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা-পরিষেবা, ওষুধ সহ প্রয়োজনীয় প্যাথোলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী পরামর্শ প্রদান করা হয়ে থাকে।

আমাদের স্বাস্থ শিবিরে, নিন্মলিখিত ডাক্তারি করা হয়ে থাকে –

  • ই সি জি
  • ব্লাড-সুগার
  • শিশু-চিকিৎসা
  • চক্ষু-পরীক্ষা
  • দন্ত-পরীক্ষা
  • সাধারণ চিকিৎসা

শিক্ষা-পরিষেবা

স্বাস্থ-পরিষেবার পাশাপাশি, ‘এই সময়ে পরিবার’ , দুঃস্থ ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যায়ভারও নিজের কাঁধে তুলে নিয়েছে। অবহেলিত., প্রান্তিক পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষা সংক্রাত সামগ্রী প্রদান ও অন্যান্য আবশ্যিকতা পরিপূরণের বাবস্থা করে দিয়েছে ‘এই সময়ে পরিবার’।

আমাদের সংস্থা, নিন্মোক্ত শিক্ষা-সহায়তার কাজগুলি করে আসছে, বিগত ১২ বছর যাবৎ–

  • অঙ্গনওয়ারী ছাত্র-ছাত্রীদের শ্লেট, পেন্সিল, খাতা ও পেন ধারাবাহিক ভাবে দেওয়া
  • ১২ য় শ্রেণী পর্যন্ত পাঠরত ছেলেমেয়েদের বই ও খাতা ধারাবাহিক ভাবে দেওয়া
  • ৫ম থেকে ৮ম শ্রেণী ছাত্রছাত্রীদের গৃহশিক্ষার বাবস্থা করা

অন্যান্য-পরিষেবা

  • দুঃস্থ গ্রামবাসীদের বস্ত্র প্রদান (কম্বল, লেপ, চাদর, শাল, সোয়েটার প্রভিতি শীতবস্ত্র সহ)
  • বার্ষিক শিবিরে ১১০০ গ্রামবাসীদের মধ্যাহ্নভোজের আয়জন
  • বার্ষিক ক্রীয়া প্রতিযােগিতা
  • শিক্ষা ও স্বাস্থ সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভা

প্রতিষ্টানের প্রথম বছর থেকেই, ‘এই সময়ে পরিবার’, নদীয়া জেলায়, বাদকুল্লা, আড়বান্দি ১ নং গ্রামে পঞ্চায়েতে এর অন্তর্গত উত্তর চাঁদড়া রায়পাড়া গ্রামে, ৩০ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন অঞ্চলে প্রতি বছর জানুয়ারী মাসের শেষ সপ্তাহে, ৪-৫ দিন ব্যাপী বার্ষিক কর্মশিবিরের আয়জন করে আসছে। এই কর্ম শিবিরে প্রায় ৯৫০ জন দুঃস্থ গ্রামবাসীদের বস্ত্র প্রদান (কম্বল, লেপ, চাদর, শাল, সোয়েটার প্রভিতি শীতবস্ত্র সহ), ৬৫০ অসুস্থ গ্রামবাসীর চিকিৎসা পরিষেবা, ওষুধ সহ প্রয়োজনীয় প্যা প্যাথোলজিক্যাল পরীক্ষা – নিরীক্ষা ও পরবর্তী সম্বাৎসরিক পরামর্শ প্রদান, প্রায় ১১০০ গ্রামবাসীর মধ্যাহ্নভোজ আয়ােজন, শিক্ষা ও স্বাস্থ সংক্রান্ত সচেতনমূলক আলোচনা সভা আয়েজন, গ্রাম- পঞ্চয়েতের মাধ্যমে রাস্তা, আলো, নিকাশী ব্যাবস্তা ও শৌচালয় নির্মাণ প্রভৃতি হয়ে থাকে।

এই কর্মশিবির ছাড়াও, সারাবছর ধড়ে বিভিন্ন অঞ্চলে, প্রায় ৪-৫ টি চিকিৎসা শিবির আয়েজিত হয়, যেখানে প্রায় ২০০ দুঃস্থ মানুষ নিখরচায় চিকিৎসা পরিষেবা ও প্রয়োজন ওষুধ পেয়ে থাকেন। প্রতি রবিবার সন্ধ্যায়, ‘এই সময়ে পরিবার’ এর কাযালয়ে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা অঞ্চলের প্রায় ৩৫ জন দুঃস্থ অধিবাসীকে স্বাস্থ-পরিষেবা প্রদান করা হয়ে থাকে।

এই মুহূর্তে, প্রায় ৬০ জন সক্রিয় সদস্য ও স্বেচ্ছাসেবী আমাদের কর্মযজ্ঞে সামিল রয়েছেন। এবং আমরা সকলকেই এই শুভ উদ্যোগে অংশগ্রহণ আহ্বান জানাই।

সর্বশেষ সংবাদ


ঠিকানা


বি.সি.সেন রোড , শক্তিপুর,
পো.অ. – আগরপাড়া, থানা – খড়দহ
কোল- ৭০০১০৯, উ. ২৪ পরগণা, প.বঙ্গ.

৯৮৩০৫৩৬৯৮৭ / ৯৮৭৪২০৬৮০১ / ৯০৫১৩১৬৭৩৩

paribar.2008@gmail.com

© 2019 Ei Samaye Paribar | All Rights Reserved.