১১ বসন্ত পেরিয়ে

বাদকুল্লার চাঁদড়া রায়পাড়া আদিবাসী গ্রামে প্রায় ৪১০ জন গ্রামবাসীকে বিভিন্ন প্রকার চিকিৎসা পরিষেবা চক্ষু পরীক্ষা ও প্রায় ৪৫ জন পরীক্ষিত গ্রামবাসীকে চশমা প্রদান করা হয়েছে । ৮৩ জন অঙ্গনওয়ারী স্কুল ছাত্রছাত্রীকে প্রয়ােজনীয় শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। ৬৫৩ জন বিভিন্ন বয়সী গ্রামবাসীকে প্রয়ােজনীয় পােশাক প্রদান করা হয়েছে। ৬৫৯ জন আদিবাসী গ্রামবাসীর । একদিনের দ্বিপ্রহরিক ভােজনের ব্যবস্থা করা হয়েছে ।

‘বাঁকুড়ার আনন্দ ফাউন্ডেশন অনাথ আশ্রমে ৪৭ জন অনাথ শিশু ও ৩৮ জন দুঃস্থ গ্রামবাসীকে প্রয়ােজনীয় চিকিৎসা পরিষেবা , শিক্ষা সামগ্রী ও । দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী প্রদান করা হয়েছে ।

২০০৯ সালের শুরুটা হল আগরপাড়াকে দিয়েই ; অঞ্চলের যুগবাণী ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই একদিনের চিকিৎসা শিবিরে প্রায় ১০৭ জন দুঃস্থ মানুষ চিকিৎসা পরিষেবা ও ৮৪ জন দুঃস্থ মানুষ ঔষধ ও চিকিৎসা পরিষেবা পেয়েছেন।

বাদকুল্লার চাঁদড়া রায়পাড়া গ্রামে ১৩২ জন ছাত্রছাত্রীকে প্রয়ােজনীয় শিক্ষাসামগ্রী প্রদান করা হল।

সেপ্টেম্বর মাসের একদিনের ‘চিকিৎসা শিবিরে’ আগরপাড়া অঞ্চলের স্টেশন সংলগ্ন একটি ক্লাবের তত্ত্বাবধানে অঞ্চলের প্রায় ১৫৫ জন সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হল।

পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী ৩০শে এপ্রিল থেকে ২রা মে , বাদকুল্লা চাঁদড়া রায়পাড়া গ্রামে আমাদের বাৎসরিক ক্যাম্প অনুষ্ঠিত হল । অন্যান্য বছরের মত এ বছরও অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল চিকিৎসা-শিবির , ওষুধ ও অন্যান্য স্বাস্থ্য সামগ্রী প্রদান , দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রয়ােজনীয় শিক্ষা সামগ্রী প্রদান , গ্রামবাসীদের বস্ত্র বিতরণ এবং একদিনের দ্বিপ্রহরিক ভােজের আয়ােজন।

১৫ই আগস্ট , ২০১০, আগড়পাড়া ২ নম্বর আজাদ হিন্দ নগর ‘আগ্রগামী সংঘ’ প্রাঙ্গণে একদিনের চিকিৎসা শিবিরে 150 জন দুঃস্থ মানুষকে চিকিৎসা পরিষেবা ও ওষুধ প্রদান করা হল।

অন্যান্য বছরের মত এ বছরও বাদকুল্লা চাঁদড়া রায়পাড়া গ্রামে তিনদিনব্যাপী বাৎসরিক পরিষেবা শিবির অনুষ্ঠিত হল, এবং এই পরিষেবা শিবিরে চিকিৎসা পরিষেবা , শিক্ষা সামগ্রী প্রদান , বস্ত্র বিতরণ ও একদিনের দ্বিপ্রহরিক ভােজের ব্যবস্থা ছিল।

এছাড়াও আগরপাড়া অঞ্চলের দুঃস্থ মানুষের প্রয়ােজনে আগস্ট এবং অক্টোবর মাসে দুইটি একদিনব্যাপী চিকিৎসা শিবিরের আয়ােজন করা হয়।

নির্ধারিত সূচী মেনে জানুয়ারী মাসের শেষ দিকে বাদকুল্লা চাঁদড়া রায়পাড়া গ্রামে ৪ দিন ধরে বাৎসরিক পরিষেবা শিবিরে প্রায় সাড়ে ৮০০ জন গ্রামবাসীকে স্বাস্থ্য পরিষেবা ও ওষুধ প্রদান করা হয় এবং কম্বল ও বস্ত্র বিতরণ করা হয়। অন্যান্য বছরের মত এবছরও আমরা প্রাথমিক , বুনিয়াদী ও নিম্নবুনিয়াদী স্তরে শিক্ষার্থীদের প্রয়ােজনীয় শিক্ষাসামগ্রী দিয়ে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছি ।

বিগত বছরগুলাের মত এবছরও বাদকুল্লা চাঁদড়া রায়পাড়া গ্রামে আমাদের বাৎসরিক পরিষেবা শিবির অনুষ্ঠিত হয়েছে। এবছর প্রায় ৮৯৮ জন গ্রামবাসী আমাদের শিবির থেকে বিভিন্ন ধরণের পরিষেবা পেয়েছেন- যেমন চিকিৎসা , ঔষধ , অঞ্চলের দুঃস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষাসামগ্রী প্রদান, শীতবস্ত্র বিতরণ ইত্যাদি।

অন্যান্য বছরের মত এ বছরও বাদকুল্লা চাঁদড়া রায়পাড়া গ্রামে আমাদের বাৎসরিক পরিষেবা শিবিরে কাজ হয়েছে। এবছর আমারা চিকিৎসা ও অন্যান্য পরিষেবা পৌঁছে দিতে পেরেছি প্রায় ৯৪৭ জন গ্রামবাসীর কাছে । প্রায় ১২০ জন দুঃস্থ ছাত্র-ছাত্রী যারা বিভিন্ন স্কুলের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্তরে শিক্ষা গ্রহণ করছে তাদের কাছে আমরা আমাদের শিক্ষা পরিষেবার উদ্দেশ্যে আবশ্যিক শিক্ষাসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ।

প্রতিবছরের মতাে এবছরও ‘এই সময়ে পরিবার’ -এর উদ্যোগে বাদকুল্লা চাঁদড়া রায়পাড়া গ্রামে আমাদের বাৎসরিক পরিষেবা শিবির আয়ােজিত হয়েছে এবং আমরা এই বছর আমাদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পেরেছি প্রায় ৯৯৬ জন গ্রামবাসীর কাছে। আমরা তাদের কাছে আমাদের যথাসাধ্য ঔষধ , শীতবস্ত্র , অঞ্চলের মেধাবী এবং দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়ােজনীয় শিক্ষাসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ।

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আমাদের এই সময়ে পরিবার’-এর উদ্যোগে আয়োজিত বাদকুল্লা অঞ্চলে চাঁদড়া রায়পাড়া গ্রামে বাৎসরিক পরিষেবা শিবির প্রায় ১০৪৫ জন গ্রামবাসীর কাছে পৌঁছে দিয়েছে চিকিৎসা পরিষেবা , প্রয়ােজনীয় ঔষধ ও শীতবস্ত্র । অঞ্চলের প্রায় ১৩০ জন দুঃস্থ ছাত্র-ছাত্রীদের কাছে আমরা। প্রয়ােজনীয় শিক্ষাসামগ্রী পৌঁছে দিতে পেরেছি ।

অন্যান্য বছরের মত এ বছরও জানুয়ারী মাসের শেষ দিকে আমাদের ‘এই সময়ে পরিবারের’ উদ্যোগে বাদকুল্লা চাঁদড়া রায়পাড়া গ্রামে আমাদের চার দিনব্যাপী বাৎসরিক পরিষেবা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১০৯৪ জন গ্রামবাসী চিকিৎসা পরিষেবা পেয়েছেন ; ১৫৮ জন শিক্ষার্থী তাদের প্রয়ােজনীয় শিক্ষাসামগ্রী পেয়েছেন ; এছাড়াও কম্বল ও বস্ত্র বিতরণ করা হয়েছে। সামাজিক এবং মানসিক গঠনের উদ্দেশ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি কর্মশালার আয়ােজন করা হয়েছে ।

বিগত বছরগুলাের মত এবারও ‘এই সময়ে পরিবার’-এর উদ্যোগে চার দিনব্যাপী বাৎসরিক পরিষেবা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১১৪৩ জন গ্রামবাসীকে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি যথাসম্ভব প্রয়ােজনীয় ওষুধ ,নিত্য প্রয়ােজনীয় বস্ত্র , কম্বল ইত্যাদি দেওয়া হয়েছে । ১৬২ জন দুঃস্থ ছাত্র-ছাত্রীকে তাদের প্রয়ােজনীয় শিক্ষাসামগ্রী প্রদানের পাশাপাশি গ্রামবাসীদের মানসিক গঠনের উদ্দেশ্যে একটি কর্মশালার আয়ােজন করা হয়েছে। ছােট ছােট শিশুদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে একটি ক্রীড়া প্রতিযােগীতার আয়ােজন করা হয়।

সর্বশেষ সংবাদ


ঠিকানা


বি.সি.সেন রোড , শক্তিপুর,
পো.অ. – আগরপাড়া, থানা – খড়দহ
কোল- ৭০০১০৯, উ. ২৪ পরগণা, প.বঙ্গ.

৯৮৩০৫৩৬৯৮৭ / ৯৮৭৪২০৬৮০১ / ৯০৫১৩১৬৭৩৩

paribar.2008@gmail.com

© 2019 Ei Samaye Paribar | All Rights Reserved.