আমাদের কর্মকান্ড

‘এই সময়ে পরিবার’ তার শুরুর দিন থেকে, স্বনির্ভরতা ও সমাজিক ক্ষমতায়নের লক্ষ্যে অবহেলিত, সুবিধাবঞ্চিত দেশবাসীর জীবনের মানােন্নয়নের পথে কাজ করে চলেছে । তাই আমাদের সামাজিক পরিষেবা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিচ্ছন্নতা ও উন্নত জীবনযাত্রাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে । তারই কিছু নিদর্শন নীচে তুলে ধরা হল –

শিক্ষা

স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা

সচেতনতা কর্মসূচী

স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা

কথায় বলে ‘স্বাস্থ্যই সম্পদ’ ; স্বাধীনতা উত্তর ভারতবর্ষ যদিও স্বাস্থ্য পরিষেবায় প্রচুর উন্নতি করেছে, কিন্তু বিভিন্ন প্রখ্যাত আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় এটা খুবই স্পষ্ট যে, সিংহভাগ দেশবাসীর কাছে স্বাস্থ্য পরিষেবা আজও অপ্রতুল।

গ্রামীণ ভারতের পাশাপাশি শহরের বস্তিগুলােও খুবই অস্বাস্থ্যকর। এখানে শিক্ষা সচেতনতার অভাব ; স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে দিন আনি দিন খাই পরিবারের একদিনের রুজিরুটি হারানাের আশঙ্কা ; অস্বাস্থ্যকর ও নােংরা বাসস্থান আর তার সাথে পাল্লা দিয়ে অস্বাস্থ্যকর জীবনযাত্রা।

স্বাস্থ্য পরিষেবা :

সংস্থার কার্যালয়ে প্রতি রবিবার সন্ধ্যায়, অঞ্চলের দুঃস্থ নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত সাধারণের জন্য নিখরচায় চিকিৎসা পরিষেবা ও প্রয়ােজনীয় ঔষধ দেওয়া হয়। প্রতি বছর বার্ষিক চিকিৎসা শিবিরে, প্রান্তিক গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, ঔষধ সহ , প্রয়ােজনীয় প্যাথােলজিকাল পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী পরামর্শ প্রদান করা হয়ে থাকে ।

আমাদের স্বাস্থ্য শিবিরে নিম্নলিখিত ডাক্তারী পরীক্ষা করা হয়ে থাকে –

  • ই সি জি
  • ব্লাড সুগার
  • শিশু-চিকিৎসা
  • চক্ষু পরীক্ষা
  • দন্ত-পরীক্ষা
  • সাধারণ চিকিৎসা

শিক্ষা

ক্ষমতায়ন, সচেতনতা, কর্মসংস্থান বা সুচারু জীবনযাত্রা যাই হােক না কেন, শিক্ষা সবসময়েই চাবিকাঠি হয়ে থেকেছে। অন্যভাবে বললে শিক্ষা উন্নত জীবনের উপায় এবং শেষকথা – কারণ শিক্ষা আনে চেতনা আর চেতনা মানুষকে জীবিকা তথা স্বাস্থ্যসম্মত জীবনচর্যার পথ দেখায়। আর তাই ‘এই সময়ে পরিবার ’ শিক্ষাকে তার কর্মকান্ডের প্রধান অংশ করে নিয়েছে । ‘এই সময়ে পরিবার’ দুঃস্থ ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যয়ভার তাই নিজের কাঁধে তুলে নিয়েছে । অবহেলিত, প্রান্তিক পরিবারের ছেলেমেয়েদের শিক্ষা সংক্রান্ত সামগ্রী প্রদান ও অন্যান্য অবশ্যিকতা পরিপূরণের ব্যবস্থা করে দিয়েছে ।

বিগত ১১ বছর যাবৎ আমাদের সংস্থা নিমােক্ত শিক্ষা-সহায়তার কজগুলি করে আসছে –

  • অঙ্গনওয়ারী ছাত্র-ছাত্রীদের শ্লেট, পেন্সিল, খাতা ও পেন সারা বছর ধরে দেওয়া ।
  • ১2য় শ্রেণী পর্যন্ত পাঠরত ছেলে-মেয়েদের বই ও খাতা দেওয়া ।
  • ৫ম থেকে ৮ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ধারাবাহিক শিক্ষার ব্যবস্থা করা ।

সচেতনতা কর্মসূচী

শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি জনসচেতনতা গড়ে তােলায় ‘এই সময়ে পরিবার’ অগ্রণী ভূমিকা নিয়েছে তার বিবিধ কর্মপন্থার মাধ্যমে –

  • দুঃস্থ গ্রামবাসীদের বস্ত্র প্রদান । ( সােয়েটার প্রভৃতি শীতবস্ত্র সহ )
  • বার্ষিক শিবিরে ১১০০ গ্রামবাসীর মধ্যাহ্নভােজের আয়ােজন ।
  • বার্ষিক ক্রীড়া প্রতিযােগীতা।
  • শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতামূলক আলােচনা সভা ।

সর্বশেষ সংবাদ


ঠিকানা


বি.সি.সেন রোড , শক্তিপুর,
পো.অ. – আগরপাড়া, থানা – খড়দহ
কোল- ৭০০১০৯, উ. ২৪ পরগণা, প.বঙ্গ.

৯৮৩০৫৩৬৯৮৭ / ৯৮৭৪২০৬৮০১ / ৯০৫১৩১৬৭৩৩

paribar.2008@gmail.com

© 2019 Ei Samaye Paribar | All Rights Reserved.